ষ্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আরিফ মন্ডলকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে এমন একটি ছবি পুরো ফেসবুক জুড়েই চলছে জল্পনা-কল্পনা। ছবিতে দেখা যাচ্ছে দুই পাশে দুইজন পুলিশ সদস্য এবং টেবিলের উপর সাজানো ফেন্সিডিলের বোতলের সামনে আরিফ মন্ডলসহ অপর এক যুবককে।
নওশাদ আলী রিফাত একটি অনলাইল পোর্টালের ফেসবুক পেইজে আরিফ মন্ডলকে সঙ্গীয়সহ ফেন্সিডিলসহ পুলিশের সাথে দাড়ানোর একটি ফটোসেশনের ছবি দিয়ে তিনি যে বক্তব্যেগুলো উপস্থাপন করেছেন তা হুবুহু পাঠকের মাঝে তুলে ধরা হলো:
আরিফ মন্ডল,সাধারন সম্পাদক-কাশিপুর ইউনিয়ন বিএনপি,ফতুল্লা,নারায়ণগঞ্জ। তৎকালীন সময়ে কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থাকাবস্থায় কাশীপুরের ইতিহাসে সবথেকে বড় ফেন্সিডিলের চালান নিয়ে গ্রেফতার হয়েছে আরিফ মন্ডল।
আমের ট্রাকে করে ফেন্সিডিলের চালান উত্তর কাশীপুর, শান্তিনগরের অফিসে মজুদ করেছিলো, সহযোগীদের তথ্যের ভিত্তিতে পুকুরে লুকানো আরও প্রায় ৩ বস্তা ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এখনও নিয়মিত মাদক (ফেন্সিডিল) সেবন ও মাদক ব্যবসা করে আসছে আরিফ মন্ডল।
৫ আগস্ট পরবর্তী দখল, লুটপাট, চাঁদাবাজি সহ অনৈতিক কাজে জড়িয়ে কোটি টাকার মালিক বনেছেন আরিফ মন্ডল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন আরিফ মন্ডলের অনৈতিক কাজ বাধা প্রদান করায় যোগ দিয়েছেন শহীদুল ইসলাম টিটু সাহেবের গ্রুপে।
৫ আগস্ট পরবর্তী শান্তিনগরে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, ড্রেন নির্মানের কথা বলে চাঁদাবাজি, জোরপূর্বক ইট বালুর ব্যবসা করে অবৈধভাবে কোটি টাকার মালিক বনেছেন আরিফ মন্ডল।
আরিফ মন্ডলের রয়েছে একাধিক ছিনতাইকারী ও মাদকদ্রব্য ব্যবসায়ের গ্রুপ। যুবদলের আহ্বায়ক সোহেল, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা হিমেলের নেতৃত্বে ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন আরিফ মন্ডল।
বিগত আওয়ামীলীগ শাসনামলে আরিফ মন্ডলের বোন জামাই, শামীম ওসমানের ব্যবসায়ের পার্টনার জুয়েলের অনুরোধে শামীম ওসমান নিজে থানার ওসিদের ফোন দিয়ে আরিফ মন্ডলকে রাজনৈতিকভাবে হয়রানি না করতে নির্দেশ দিতেন। বিগত দিনে বিএনপির নেতারা হয়রানি হলেও শামীম ওসমানের প্রভাবে আরিফ মন্ডল রাজনৈতিকভাবে হয়রানির শিকার হতে হয়নি। নিজ বাড়িতে থেকে ইট বালুর পরিচালনা করতেন এবং বাড়ি সংলগ্ন অটো গ্যারেজে বসে মাদক সেবন করডেন।
৫ আগস্ট পরবর্তী লুটপাট, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ের টাকার সমবন্টন না হওয়ায় তার সহযোগীরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য প্রকাশ করেছে।
এত অপকর্মে জড়িত থাকার পরও কি বিএনপি আরিফ মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে?
#bnp #terror
এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.আরিফ মন্ডলের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,বিগত সময়ে আমাকে বাসা থেকে ডেকে নিয়ে ফেন্সিডিল দিয়ে পুলিশ একটি মামলা দেয়। শুধু তাই নয় প্রায় ৪টি মামলার আসামী হই সেই সময়ে। ভাই কেউ কি মাদক নিয়ে বাড়িতে ঘুমায় আপনার কাছে আমার প্রশ্ন। আমার কিছু প্রতিপক্ষ আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই এ মিথ্যাচার করছে। বিষয়টি আমি কেন্দ্রে ছাড়াও আমার নেতা সহিদুল ইসলাম টিটু ভাই ও থানা পুলিশকে অবগত করেছি। তারা সবাই চেষ্টা করছেন যারা ফেইক আইডি দিয়ে আমার সম্মান ক্ষুন্ন করছেন তাদেরকে খুজে বের করার জন্য।