ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, যারা দেশের কল্যাণ চায় তারা নির্বাচন মাথা ঘামায় না। কারণ হাজারো ছাত্র জনতার রক্ত দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়। চিরতরে স্বৈরাচারের কবর রচনা করতে। চাঁদাবাজ, দখলদার ও খুনিদের মূলোৎপাটন করতে। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে। কিন্তু একদল কেমন যেন নির্বাচন ছাড়া কিছুই বুঝছে না। তাদের শয়নে স্বপনে শুধু নির্বাচন নামের জিকির!
আজ ১৯ এপ্রিল ২০২৫, শনিবার বাদ মাগরিব নগর কার্যালয়ে সহযোগী সংগঠনের সাথে যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইম এম শাহীন আদনান, শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোস্তফা তালুকদার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।