দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো.রেজাওয়ানুর রহমান বলেন,টি আর,কাবিটা ও কাবিখা উন্নয়ন কাজের ধারাবাহিকতা ভালো। তবে যেসকল রাস্তা ঘাটের কাজ অসমাপ্ত,রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হইবে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর,সোনারগাঁ, আড়াইহাজারসহ টিআর,কাবিটা ও কাবিখা প্রকল্পের মাটির নতুন রাস্তা, ইটের সলিং,রাস্তার প্যালাসাইনসহ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান।
এছাড়াও নারায়ণগঞ্জ সদর,আড়াই হাজার,বন্দর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পের সভাপতি।