এ আর পারভেজ :
কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা’সহ আবদুল হালিম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। সোমবার ২১ এপ্রিল ভোর ৬টায় দাউদকান্দি এলাকায় এ অভিযান চালিয়ে মাদকসহ আবদুল হালিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল হালিম ভোলার বোরহানউদ্দিন থানাধীন ফুল কাচিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা আনায়ন করে নিজ হেফাজতে রেখেছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১ এর একটি আভিযানিক দল উক্ত অভিযুক্তকে বর্ণিত আলামত’সহ গ্রেফতার করেন।
গ্রেফতার বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।