ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকা হতে দুবাই প্রবাসী আমিন উদ্দিন এর স্ত্রী শ্রাবন্তী আক্তার শিলা তার পরকিয়া প্রেমিক বহু বিবাহের নায়ক আবুল হাচানের সাথে নগদ টাকা, স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছে বলে সংবাদ পাওয়া গেছে।
এ ব্যাপারে দুবাই প্রবাসী আমিনউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মৃত রাজ্জাক মিয়াজির পুত্র দুবাই প্রবাসী আমিনউদ্দিন উল্লেখ করেন, বিবাদী ১। শ্রাবন্তী আক্তার শিলা পিতাঃ-শেফায়েত ইসলাম সাং পশ্চিম লামা পাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ২। আবুল হাচান পিতাঃ-আবুল কালাম সাং চর মনদা থানা ও জেলা ভোলা ৩। আরিফ (৩৫) পিতাঃ-মৃত আব্দুল জলিল সাং পশ্চিম লামা পাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি একজন প্রবাসী, ১নং বিবাদী আমার স্ত্রী। বিগত ২০১৫ সালে উক্ত বিবাদীকে আমি ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ করি। দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। আমি প্রবাসে থাকাবস্থায় ১নং বিবাদী ২নং বিবাদীর সহিত পরকীয়া করিত। বিষয়টি আমি জানতে পারিয়া বিদেশ থেকে চলিয়া আসি এবং ১নং বিবাদীকে বিদেশ নেয়ার সিদ্ধান্ত নেই। গত ৩১/০৩/২০২৫ তারিখ সকালে আমি বাংলাদেশে আসার পর সরাসরি বাসায় আসিয়া জানতে পারি ১নং বিবাদী ২৭/০৩/২০২৫ তারিখ আমার বিদেশ থেকে পাঠানো অনুমান ০৭ ভরি স্বর্নালংকার মূল্য অনুমান ১০ লক্ষ টাকা এবং নগদ ৭ লক্ষ নিয়া ২নং বিবাদীর সহিত চলিয়া গিয়াছে। আমি ১নং বিবাদীর মোবাইল নং ০১৮৯৮-৯০৮২## ০১৩১৪-৭৭৯৮## নাম্বারে ফোন দিলে সে আমার নাম্বার দেখিয়া ব্লাক লিষ্টে ফেলে রাখে। ২নং বিবাদীর মোবাইল নং ০১৮৯৭৬৭৬০## ফোন দিলে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে জানতে পারি ৩নং বিবাদী এই অপকর্মে ইন্দন দিয়াছে। এলাকা সূত্রে জানা যায়, ২নং বিবাদী মোট ০৮টি বিবাহ করিয়াছে। সে বিদেশে লোক নেয়ার কথা বলিয়া ৪/৫ কোটি টাকা আত্মসাৎ করিয়াছে। ২নং বিবাদীর বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।
আমিনউদ্দীন আরো জানান, আবুল হাচান বিদেশে লোক পাঠানোর কথা বিভিন্ন লোকজনের কাছ থেকে ৪/৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন আমিন উদ্দিন।