সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিক-আপ ভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাইম সিদ্দিক বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে আসা একটি ইজিবাইককে একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পিক-আপ চালক পালিয়ে গেলেও হেলপার মো: আলমগীর (২২) কে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।