ষ্টাফ রির্পোটার
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ বলেছেন, হাইকোর্টের রায়ে আকিলউদ্দিন সিকদারকে বক্তাবলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘোষনা করেনি বরং আকিলউদ্দিন শিকদারকে কেন বাদ দেয়া হয়েছে এ ব্যাপারে ৩ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য একটি রুল জারী করেছে।অথচ একটি ইউটিউব চ্যানেলে আকিলউদ্দিন শিকদারকে হাইকোর্টের নির্দেশে চেয়ারম্যান বানানো হয়েছে সংবাদ প্রকাশ করে।নিউজটি সম্পূর্ণ ভূয়া বলে দাবী করেছেন বক্তাবলীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশীদ।
এ ব্যাপারে আব্দুর রশীদ বলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদে ২৭/০১/২০২২ইং তারিখে আকিল উদ্দিন সিকদারকে (প্যানেল-১) চেয়ারম্যান করা হয়। কিন্তু ৫ই আগষ্টে শামীম ওসমানের আস্থাভাজন শওকত চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ১৯/০৩/২০২৫ ইং তারিখে নতুন করে পুনরায় মেম্বারদের মতামতের ভিত্তিতে প্যানের চেয়ারম্যান নির্বাচন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাফর সাদেক চৌধুরী।
একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামি আকিল উদ্দিন সিকদার ২৩/০৩/২০২৫-ইং তারিখে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে, যার নাম্বার ৬৯৯৭/২৫। এই পিটিশন দাখিলের প্রেক্ষিতে হাইকোর্ট ০৩ (তিন) সপ্তাহের জন্য একটি রুল জারি করে যে, কেন আখিলউদ্দিন সিকদারকে প্যানেল চেয়ারম্যান থেকে সরিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান করা হলো?
এখানে হাইকোর্ট আমাকে কারণ দর্শানোর আদেশ করেছে। আকিল উদ্দিন সিকদারকে প্যানেল চেয়ারম্যান করা হয়নি।যথাযথ প্রক্রিয়ায় আইনী ব্যবস্থা নিবো।