স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আনজত আলীর পুত্র নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ক্যাডার সাহেলকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ মিয়া।
বক্তাবলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিরাজ মিয়া বলেন, গত আওয়ামী লীগ সরকারের অপ শাসনামলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন ওরফে খাম্বা জাহাঙ্গীরের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল।
মূল হোতা হিসেবে সাহেল কাজ করলেও ৫ই আগস্ট এর পর এলাকার ছাড়া হলেও বর্তমানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
বিসমিল্লাহ মার্কেটে সাহেলের নেতৃত্বে আমাকে মারধর করে এলাকা ও পরিবার ছাড়া করেছিল।
৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারীদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে বেড়ালো দিব্যি ঘুরে বেড়াচ্ছে সাহেল।
তাই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রইলো নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ক্যাডার সাহেলকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
না হলে বক্তাবলী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার আইন শৃঙ্খলা বাহিনী কে নিতে হবে।