আজ ১৬ মে শুক্রবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের উদ্যোগে কদমতলী কারীমিয়া মাদরাসা মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিন। সেই লক্ষ্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের দেশ গড়ার ব্যাপারে, আমরা সবাই যেন এক হয়ে কাজ করি।
তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে নেমেছিলাম দেশকে সুন্দর করার লক্ষ্যে। সেখানি যদি আজকে আমাদের তৎপরতার কারণে তারা (ফ্যাসিস্টরা) সুযোগ পায়, তাহলে আমাদের নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারা হবে। এটা আমাদের লক্ষ রাখতে হবে। আমরা সরকারকে বলবো আপনারা তাদের ন্যায্য দাবিগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়নের আশ্বাস দেবেন।
মুহা. সুলতান মাহমুদ বলেন, সংগঠনের কার্যক্রমকে সূচারুরূপে পরিচালনা করার জন্য দক্ষ ও যোগ্যমানের দায়িত্বশীল প্রয়োজন। আর দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। দীন বিজয়ে আমাদের সকলকে সকল বিষয়ে দক্ষতা অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে হবে।