ফতুল্লা প্রতিনিধিঃ
গত ১লা মে ২০২৫ তারিখ ফতুল্লা থানাধীন পাগলা বাজারস্থ আলহাজ্ব আফসার করিম প্লাজার সামনে একটি হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৯, তারিখ ৩ মে ২০২৫ ইং
মামলার ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
ঘটনা সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ১লা মে রাম পৌনে ৮টায় বাদীর ছোট ভাই ভিকটিম জাহিদুল ইসলাম নান্টু (৫৪) তাহার ব্যক্তিগত টয়োটা হেরিয়ার গাড়ী যোগে ড্রাইভার শাহীনকে সহ ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মুন্সিখোলার দিক হইতে একটি অজ্ঞাত নামা মোটর সাইকেল যোগে ৩ জন ব্যক্তি এসে ভিকটিমের গাড়ীর পিছনে মোটর সাইকেল রেখে ২ জন নেমে এসে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ী গুলি বর্ষন শুরু করে।
উক্ত গুলিতে গাড়ীর পিছনের গ্লাস ভেঙ্গে ভিকটিমের বাম হাতে, বুকে, পেটে গুলি বিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং গাড়ীর বিভিন্ন জায়গায় গুলিতে ক্ষতিগ্রস্থ হয়। তাৎক্ষনিক ভাবে ড্রাইভার দ্রুত গাড়ী চালিয়ে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জ নিয়ে আসে এবং বাদী ও তার পরিবারের লোকজনকে সংবাদ দিলে ভিকটিমের আত্মীয় স্বজন হাসপাতালে এসে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ভিকটিমকে নিয়ে এ্যাম্বোলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ভিকটিমের অবস্থা আরো আশংকা জনক হওয়ায় তাকে তাৎক্ষনিকভাবে ঢাকা আজগার আলী, গেন্ডারিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন সম্পন্ন করে। বর্তমানে ভিকটিম আজগর আলী গেন্ডারিয়া হাসপাতালে লাইফ সাপর্টে আছে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই নুরুল ইসলাম (৬৫), পিতা- মৃত আফসার করিম বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাত নামা ৪/৫ জন ব্যক্তিকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মামলাটি রুজু হওয়ার পর থেকে অজ্ঞাত নামা আসামীদের সনাক্তকরণ এবং গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত সন্ধিগ্ধ আসামী ঢাকা শ্যামপুর এলাকার পান্নার ছেলে তুহিন মিয়া (৩২), কে
ফতুল্লা থানাধীন পিলকুনি এলাকা হতে শুক্রবার বিকেল ৪টায় গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও আসামীর বিরূদ্ধে দেশের বিভিন্ন থানায় বিস্ফোরক আইন, হত্যা চেষ্টা, মাদক, চুরিসহ ০৮ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।