ফতুল্লার বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর হুমকি দেওয়া সেই অডিও ক্লিপটি যাচাই বাছাই করে সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।
রবিবার (১৮ মে) দুপুরে এই বিএনপি নেতা ও আইনজীবী এ কথা বলেন।
অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বলেন, ‘ফাঁস হওয়ার কলরেকর্ড পুরোপুরি ল্যাবে পরিক্ষিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেক চেক করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। অতএব কল রেকর্ড ভুয়া বলার কোন সুযোগ নেই।
ব্যবসায়ী আজাদকে চাপে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী আজাদ কে অনেক চাপের মুখে রেখেছে। যাতে করে রিয়াদ সহজে জামিন পেয়ে যায়। ব্যবসায়ী আজাদ বলেনি তার কাছে চাঁদা চায়নি। তিনি বলেছেন এটা তাদের পারিবারিক ব্যাপার। তাকে বেশ চাপে রাখা হয়েছে।
বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ও পর্যায়ক্রমে দল থেকে বহিষ্কার করছেন। তার ধারাবাহিকতায় রিয়াদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছেন। এখন আমরা যদি বহিষ্কৃত সন্ত্রাসীর মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার কারণে আওয়ামী দোসর মীর সোহেল ও নিক্সন চৌধুরীর লোকজন হামলা করে।
মামলা করতে নানা বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রিয়াদ মোহাম্মদ চৌধুরী গ্রেফতার হওয়ার পরে অনেক লোকজন থানায় মামলা করতে গিয়েছিল, কিন্তু পুলিশ মামলা নেয়নি। এজন্য এসপি ও ওসিকে দায়ী করবো। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মত লোক আন্ডারওয়াল্ডের সাথে জড়িত রয়েছে।
এর আগে, গত ১৫ মে রিয়াদ মোহাম্মদ চৌধুরী গ্রেফতারের পর ওই দিন বিকেলে আজাদ গার্মেন্ট ও ডাইং এর মালিক আজাদ বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়। রিয়াদ চৌধুরী আমার ভাগনে, ও আমার সমন্ধির ছেলে। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। আর ফাস হওয়া অডিও কল রেকর্ডটি এডিট করা ছিল বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১৩ মে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সাবেক) রিয়াদ মোহাম্মদ চৌধুরী ব্যবসায়ী আজককে হুমকি দেওয়ার অডিও ক্লিপ ফাঁস হয়। পরে অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনায় ব্যবসায়ী আজাদ বাদী হয়ে মামলা করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে চাঁদাবাজীর ঘটনায় ফতুল্লা মডেল থানায় এস আই শামীম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রিয়াদকে আসামি করা হয়।