রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে পাশের বাড়ির গোঁয়াল ঘর থেকে শরিফুল বেগম (৫০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর দক্ষিন পাড়া গ্রামের পাশের বাড়ির গোঁয়াল ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরিফুল বেগম বালুরচর দক্ষিন পাড়া গ্রামের
তজমুল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যার দিকে শরিফুল বেগম তার বাপের বাড়িতে যায়। রাতে বাপের বাড়ি থেকে আসলেও স্বামীর বাড়িতে ফিরেনি শরিফুল বেগম। অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে রাত ২টার দিকে একই গ্রামের খলিলের পরিত্যক্ত গোঁয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়’রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।