জাগো নারায়ণগঞ্জ:
অসহনীয় তীব্র গরমে প্রশান্তির লক্ষে সাধারন মানুষ ও পরিবহন শ্রমিকদের মাঝে উন্মুক্ত শরবত বিতরন কর্মসুচি চালু করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজি: ঢাকা ৩৭৩২ এর নেতৃবৃন্দ। সোমবার ( ২২ এপ্রিল ) পঞ্চবটী ট্রাফিক বক্সের সামনে টিআই হারুন এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসুচি চালু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো.আজিজুল হক হাওলাদার,সহসভাপতি আনোয়ারুল হক,আবদুল জাব্বার,অর্থ সম্পাদক মো.আনোয়ারুল কবীর,বীর মুক্তিযোদ্ধা মো.শহিদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা স.ম জলিল,এনায়েতনগর ইউপি মেম্বার মো.সালাউদ্দিন প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো.আজিজুল হক হাওলাদার বলেন,অসহনীয় তীব্র গরমে রাস্তায় চলাচলকারী প্রতিটি শ্রমিক ও সাধারন মানুষের পিপাসা মেটানোর জন্য আমাদের নেতা কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশ ভাইয়ের নির্দেশে আমাদের এ আয়োজন। মানুষ মানুষের জন্য এ কথাটি আমরা আমাদের মাঝে বিদ্যমান রাখতে চাই। তিনি আরো বলেন,যতদিন পর্যন্ত এ তীব্র গরম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।