Menu
নারায়ণগঞ্জ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  সর্বশেষঃ
মিথ্যা অভিযোগ ও পরিকল্পিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফয়সালের পিতার মৃত্যুতে মডেল রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ
ইসলামপুরে উপজেলা নির্বাচনে জমে উঠেছে ভাইস চেয়ারম্যানদের লড়াই
বকশিগঞ্জে সমলয়ে হারভেষ্টারের মাধ্যমে ধান কর্তন 
বকশীগঞ্জ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 
ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর!
ইসলামপুরে চার সন্তানের জন্ম দিলেন খুকি বেগম
গুণী জনদের পদচারণায় উদযাপিত হলো দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র ১৫ তম বর্ষপূর্তি
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে সন্ত্রাসী কাইয়ুম বাহিনীর হামলায় আমানউল্লাহ আহত
জামালপুরে শ্রেষ্ঠ এএসপি অভিজিত দাস ও শ্রেষ্ঠ ওসি সুমন তালুকদার
ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন
গিয়াস উদ্দিনের মুক্তি দাবি করলেন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম নেতা ফয়সাল আহম্মেদ
সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে এমপির প্রভাব , কেন্দ্রে যেতে ভোটারদের অনীহা
শীতলক্ষ্যা নদীতে ডুবে মৃগী রোগীর মৃত্যু
পাগলায় ট্রেনে কাটা পড়ে বন্দরের টেলু’র মৃত্যু
বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন
রুপগঞ্জে অপহরণকারী চক্রের মূলহোতা’সহ গ্রেফতার ৪
সংকট মোকাবেলায় এবার ব্যয়সাশ্রয়ী বাজেট
বকশীগঞ্জে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শুক্রবার ফিলিস্তিনি ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করবে শহরে
গিয়াস উদ্দিনের জামিন না-মঞ্জুরে ফতুল্লা থানা বিএনপির নিন্দা
সোনারগাঁয়ে মাহবুব পারভেজের উঠান বৈঠক জনসভায় পরিনত
আমার প্রতি অবিচার করা হয়েছে – রফিকুল ইসলাম নান্নু
রূপগঞ্জে দোয়াত কলম মার্কার প্রচারণায় জনতার ঢল
‘ডলার উধাও’
বিএনপি নেতা গিয়াসউদ্দিন এর মুক্তির দাবী শহীদ জিয়া প্রজন্ম দলের আনিছ ও তুষারের
ইসলামপুরে ধান-চাল ও গম সংগ্রহ উদ্বোধন
ইচ্ছাশক্তির কাছে পরাজিত প্রতিবন্ধকতা, পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম
বক্তাবলীতে রাতের অন্ধকারে সাংবাদিকের ঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা, লুটপাট
বকশীগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন
Next
Prev
প্রচ্ছদ
ফের মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

ফের মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

প্রকাশিতঃ

আগামী শুক্রবার বিএনপির সমাবেশ, আ’লীগের শান্তি সমাবেশ

জাগো নারায়ণগঞ্জ:

তিন মাস পর ফের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। দেশের রাজনীতির প্রধান এই দুই দল পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে। আগামী শুক্রবার বিএনপি সমাবেশ এবং আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে রাজধানীতে আবারও বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে।

জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ও বিএনপি দ্বিতীয়বারের মতো এই পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে। এর আগে গত ২৫ জানুয়ারি বিএনপির ঢাকাসহ মহানগরগুলোতে কালো পতাকা মিছিলের বিপরীতে রাজধানীতে সমাবেশ করেছিল আওয়ামী লীগ। বিএনপি অবশ্য আগামী ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঢাকায় আরেকটি শোডাউনের পরিকল্পনার কথা জানালেও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

দীর্ঘদিন বিরতির পর বিএনপি আগামী শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে। দলের নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানারে এ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

অন্যদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এ সমাবেশে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। ওই দিন সরকার পতনের এক দফা আন্দোলনসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি মহাসমাবেশের কর্মসূচি দেয়। বিপরীতে আওয়ামী লীগও সমাবেশ করে। তবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই মহাসমাবেশকে ঘিরে ব্যাপক সহিংসতা হয়। সেদিন পুলিশের অ্যাকশনে বিএনপির মহাসমাবেশও পন্ড হয়ে যায়।

এরপর থেকে কয়েক দফায় হরতাল-অবরোধের ডাক দিয়েও ব্যাপক ধরপাকড়, মামলা ও নেতাকর্মীর গ্রেপ্তারের কারণে বিএনপি সেভাবে মাঠে নামতে পারেনি। অবশ্য ভোটের আগে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে মাসখানেক বিএনপি ও তার মিত্ররা লিফলেট বিতরণ করেছে। এমনকি নির্বাচনের পরও কিছুদিন বিএনপির লিফলেট কর্মসূচি অব্যাহত থাকলেও কোনো পাল্টা কর্মসূচিতে যায়নি সরকারি দল।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০২২ সালের জুলাই থেকে আন্দোলন শুরু করে বিএনপি ও এর মিত্ররা। ওই বছরের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকায় মহাসমাবেশের দিন থেকে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ শুরু করে। গত বছরের ১৫ জুলাই বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের এক দফা আন্দালন শুরু হলে নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে শান্তি সমাবেশের কর্মসূচিও জোরালো করে।

ব্যাপক শোডাউনের পরিকল্পনা আওয়ামী লীগের

নির্বাচন-পরবর্তী দ্বিতীয় শান্তি সমাবেশকে ঘিরে রাজধানীতে আবারও বড় ধরনের শোডাউন করতে চায় আওয়ামী লীগ। এ জন্য ঢাকা মহানগরের থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে  বিপুলসংখ্যক নেতাকর্মীকে সমাবেশে সমবেত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কর্মসূচি ঘোষণার পর গতকাল রোববার থেকেই দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীর সমাবেশে উপস্থিত থাকার নির্দেশনা পাঠানো শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও থানা এবং ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা করে প্রস্তুতি আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহানগরীর সরকারদলীয় এমপি ও জনপ্রতিনিধিদেরও সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার বিশেষ নির্দেশনা দেওয়া হবে। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির সমাবেশ ঘিরে যে কোনো নৈরাজ্য ঠেকাতে শুক্রবার মহানগরের সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হবে নেতাকর্মীকে।

ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আন্দোলন ও নির্বাচন বানচালে ব্যর্থ বিএনপি ও তার জোট এখনও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ জন্যই ৭ জানুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং সারাবিশ্ব থেকে এই নির্বাচন ও নতুন সরকারের প্রতি সমর্থন জানানোর পরও বিএনপি ২৫ জানুয়ারি কালো পতাকা মিছিল করেছে। এরপর আবার আগামী শুক্রবার ফের রাজধানীতে সমাবেশ ডেকে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি নস্যাতে বিএনপির কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সমকালকে বলেছেন, বিএনপি আবারও কর্মসূচির নামে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চাইছে। এটাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তারা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইলে সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুলবে।

নেতাকর্মীর মনোবল চাঙ্গা করতে চায় বিএনপি

শুক্রবারের সমাবেশের মাধ্যমে দলের নেতাকর্মীকে চাঙ্গা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। এ ছাড়া ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের ব্যানারে শ্রমিকদের বড় শোডাউন করারও প্রস্ততি নিচ্ছে দলটি। এই দুই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে তারা। ঘরোয়া বৈঠক ও মতবিনিময় সভাসহ নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। সমাবেশ ছাড়াও তৃণমূল নেতাকর্মীকে আবার সক্রিয় করতে লিফলেট বিতরণসহ কর্মিসভার প্রস্তুতি নিচ্ছে দলটি। আজকালের মধ্যে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এরপর ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসজুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।

দলটির নেতারা বলছেন, গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ পন্ড করে দেওয়ার পর এই দুই সমাবেশের মধ্য দিয়ে আবারও রাজপথে ফিরতে চাইছেন তারা। ওই মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে প্রায় ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। গ্রেপ্তার এড়াতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী চলে যান আত্মগোপনে। টানা আন্দোলন ও নির্বাচন শেষে নেতাকর্মীর কারামুক্তির বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে। ফলে নির্বাচন শেষে আন্দোলন কর্মসূচি থেকে পিছুটান দেন তারা। তবে এখন আবারও রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সমকালকে বলেন, একটি ভুয়া ও ডামি নির্বাচনের মাধ্যমে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তাই তারা সব সময় আতঙ্কিত। বিরোধী দলের নেতাকর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করছে। এই সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে শুক্রবার ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

উপদেষ্টা মন্ডলীঃ

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!