সভাপতি রুহুল আমিন, সম্পাদক শিশির,কোষাধ্যক্ষ আজিজ নির্বাচিত
জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সামাদ ঈদগাহ কমিটি গঠন করা হয়েছে।
গত ২০ এপ্রিল শনিবার সকালে আহ্বায়ক কমিটির জরুরি সভায় আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল্লাহ এর সভাপতিত্বে আগামী তিন বছরের জন্য রামনগর ঈদগাহ কমিটির- মোঃ রুহুল আমিন কে সভাপতি, মাশফিকুর রহমান শিশিরকে সাধারণ সম্পাদক, আব্দুল আজিজ কে কোষাধাক্ষ হিসেবে মৌখিক ভোটে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন মোঃ শহীদুল্লহ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল, মুক্তার হোসাইন, হাসান আলী সরকার, আনোয়ার হোসাইন, আবু সাঈদ রিঙ্কু, সলিমুল্লাহ ব্যাপারী, আনোয়ার আলী, আব্দুল মোতালেব, সাইদুর রহমান, আখতার হোসেন, সুমন পারভেজ, সুলতান মাহমুদ প্রমুখ।
আগামী ২৭ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকার সময় আংশিক কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের আহ্বানে রামনগর ঈদগাহ ময়দানে রামনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূনাঙ্গ কমিটি গঠন করা হবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সভায় রামনগর গ্রামের সকল স্তরের জনগণের উপস্থিতি ও ঈদগাহ ময়দানের উন্নয়নে সাহায্যে ও সহযোগিতার আহবান জানান।