জাগো নারায়ণগঞ্জ
মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার ধুলিহাটা গ্রাম থেকে গ্রামের বাসা থেকে বের হয়ে এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি নিজামুল হক মন্টু নামে এক যুবক এ ব্যাপারে নিখোঁজের বড় ভাই টঙ্গীবাড়ী থানায় বাদী হয়ে একটা সাধারন ডায়েরি করেছেন যার নম্বর ৭৫ তারিখ-২২/৪/২৪ইং।
জিডিটি তুলে ধরা হলোঃ আব্দুল কাদির (৫২), পিতা: শওকত আলী, মাতা: সামসুন নাহার, ঠিকানা (স্থায়ী)-ডুলিহাটা, গ্রাম-ডুলিহাটা, ইউনিয়ন/ওয়ার্ড-ধীপুর, থানা টংগীবাড়ী, জেলা মুন্সিগঞ্জ থানায় আসিয়া এই মর্মে সাধারন ডাইরী করার আবেদন করিতেছি যে, আমার ছোট ভাই নিজামুল হক মন্টু (৪৫), মোবাইল নং-01911278394,0941424716,
নিখোঁজ ব্যক্তির বর্ণনাঃ
নামঃ নিজামুল হক মন্টু (৪৫), উচ্চতা অনুমান ০৫ ফুট, ০৫ ইঞ্চি, গায়ের রং-উজ্জল শ্যামলা, মুখমন্ডল গোলাকার, শিক্ষা দশম শ্রেণী, হালকা চাপ দাড়ি আছে। মাথার চুল মিয়াম লম্বা ও কালো, পড়নে ছিল ফুল প্যান্ট ও টি শার্ট। কেউ সন্ধান পেয়ে থাকলে নিন্মলিখিত ০১৭১১৩০৩৭৬৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।