রাশেদুল ইসলাম রনি :
জামালপুরে বকশীগঞ্জে উপজেলায় সীমারপাড়ে অভিযান চালিয়ে আইসক্রিম মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এসব জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, পুলিশের উপ-পরিদর্শক মোতালেব।
জানা গেছে, আইসক্রিমে কাপড়ের রং দেওয়ার অপরাধে আইসক্রিম ফ্যাক্টরির মালিক হারুনকে ৩ হাজার, মিস্টারকে ৫ হাজার, ইসমাইলকে ৩ হাজার ও পাভেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তাদেরকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।