ষ্টাফ রিপোর্টার:
চলমান তাপদাহে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ শীতল শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন ফতুল্লা বাজার নিত্যপ্রয়োজনীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফতুল্লা সমবায় মার্কেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, যুগ্ম সম্পাদক আবদুর রব, ক্যাশিয়ার হাফেজ মোঃ মামুন, সদস্য আবদুল মান্নান, আবদুর রউফ, নুর হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ, ব্যবসয়ী রাফেজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি মোঃ জুয়েল চৌধুরী বলেন, আপনারা জানেন, আমরা বিগত দিনে মানুষের কল্যানে কাজ করেছি, আগামীতেও সমাজের ভাল কাজগুলো সমিতির মাধ্যমে করতে চাই, সামনে আমাদের আরো কর্মসূচি রয়েছে, সেগুলো আমরা যেন ভাল ভাবে করতে পারি সকলের সহযোগীতা কামনা করছি, যতদিন তাপদাহ থাকবে আমরা ততদিন আমাদের সমিতির পক্ষ থেকে সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।