জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর মুন্সিবাজার এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল বাহিনীর হামলায় হোটেল ভাংচুর, মহিলাদের মারধর করা সহ স্বর্নের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আব্দুল কাইয়ুম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উত্তর নরসিংপুর মুন্সিবাজার এলাকার স্বেচ্ছাসেবক লীগের নাম ব্যবহারকারী সোহেল,জসিম,রহিম,রশিদ,নুর হোসেন ও সুজনের নেতৃত্বে অর্ধ শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল কাইয়ুমের হোটেল ভাংচুর করে নগদ টাকা লুুট করে নিয়ে যায়।
কাইয়ুমের চিৎকারে বাড়ির মালিক দুলাল,তার ছেলে ও পুত্র বধু এগিয়ে আসলে তাদেরকে মারধর করে স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এসআই সাফায়েত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ টি নিচে তুলে ধরা হলোঃ আবদুল কাইয়ুম (৩৮), পিতা-মৃত আয়েন উদ্দিন সাং-ময়াতুরা,থানা – বিশম্বপুর জেলা- সুনামগঞ্জ।এপি উত্তর নরসিংপুর মুন্সিবাজার দুলাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া।থানা-ফতুল্লা,জেলা নারায়নগঞ্জ।থানায় হাজির হইয়া বিবাদী জসিম (৩০) পিতা খলিল মোল্লা,সোহেল ও সুজন, রশিদ,নুর হোসেন,রহিম সর্ব পিতা অজ্ঞাত, সর্ব সাং উত্তর নরসিংপুর মুন্সি বাজার থানা- ফতুল্লা,জেলা- নারায়নগঞ্জ সহ ৪/৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি। আমার উত্তর নরসিংপুর মুন্সি বাজারে একটি ছোট হোটেল আছে। অদ্য ০৩/০৫/২০১৪ তারিখ বেলা অনুমান ১১ ঘটিকার সময় ১ও ২ নং বিবাদী দ্বয় আমার দোকানে বসিয়া গন্ডগোল শুরু করে। কি নিয়ে গন্ডগোল শুরু হয় জানিনা। আমি বাধাঁ নিষেদ করায় উক্ত বিবাদী সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমার উপর কিন্তু হইয়া মারধর করত দোকানের মধ্যে প্রবেশ করিয়া দোকানে থাকা নগদ ১৫০০০/ টাকা নিয়া নেয়। আমি চিৎকার দিলে বিবাদীরা আমার দোকান ভাংগিয়া ফেলে। সংবাদ পাইয়া বাড়ীর মালিক দুলাল সাহেব (৫৫), অসুস্থ অবস্থায় আগাইয়া আসিয়া তাদেরকে বাঁধা দেওয়ায় বিবাদীরা তাকে ও মারধর করে।
ঐ সময় আমার দোকানের মালিক এর ছেলে জুয়েল (৩২) এবং তার স্ত্রী রোকেয়া বেগম (২৯) আমাদের কে রক্ষা করতে আসলে বিবাদীরা তাদের কে মারধর করে ১নং বিবাদী আমার বাড়ীর মালিকের ছেলের বৌ এর গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন,যার মূল্য অনুমান ১,০০,০০০/- টাকা নিয়া নেয়। ২ বিবাদী বাড়ির মালিকের পকেটে থাকা ১২০০০/- টাকা নিয়া নেয়। আমাদের চিৎকারে লোকজন আগাইয়া আসিলে দিবাদীরা এই মর্মে হুমকি দেয় যে, এ ব্যাপারে মামলা,মোকদ্দমা করিলে জীবনের তরে শেষ করে ফেলিবে।
আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন বাদী আব্দুল কাইয়ুম।