জাগো নারায়ণগঞ্জ:
জামিয়া সূফী আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসায় দেশবরেণ্য ওলামায়ে কেরামগনকে দিয়ে ছাত্রদের সবক প্রদান ও অভিভাবক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পিলকুলি হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামিয়া সূফীয়া আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসার মোতয়াল্লী ও সভাপতি আবু খালিদ মোঃ বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, অত্র মাদ্রাসার বিভাগীয় প্রধান হাফেজ কারী মাওলানা মোখলেসুর রহমান, ঢাকা সরকারি মাদ্রাসাই আলিয়া জিএস মেহেরুল্লাহ স্যার মুহাদ্দিস, পিলকনি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবু নাঈম ফেরদাউস, জালকুড়ি জামিয়া রব্বানিয়া মাদ্রাসা মুফতি মনিরুল ইসলাম ফারুকী মহাদ্দিস, ঢাকা হাক্কানী ইসলামিক স্কুল এন্ড কলেজ সুভাট্যা এর প্রধান শিক্ষক মোঃ মসনদ আলী সাগর, ঢাকা তারতিলুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ আল মাহমুদ, ফতুল্লার পিলকুনী বেলার (রাঃ) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুল্লাহ, ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মুফতি ইয়াসিন আরাফাত, পিলকুনী মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহদিবিন জামাল, ফতুল্লার হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুজিবুর রহমান, পিলকুনী ফতেউল্লাহ দারুল হিকমাত মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক বেতাকি, পিলকুনী আল কারীম মাদ্রাসার মুহতামিম হাফেজ আনোয়ার হোসেন,পিলকুনী হাক্কানী রহমত মঞ্জিল রুমল জামে মসজিদের খতিব মুফতি সাঈদুর রহমান মাসুম, কেন্দ্রীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি শায়েখ হাফেজ কারী মাওলানা ইলিয়াস লাহুরী, ফতুল্লার সেহাচর তক্কারমাঠ নিদাউল হাফিজিয়া মাদ্রাসার মুহতামিমহাফেজ মাওলানা মাকসুদুর রহমান,জামিয়া সূফী আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ফিরোজ আলম,নুরানী বিভাগ এর শিক্ষক হাফেজ মাওলানা জালিস মাহমুদ ও মাওলানা কারী সাইদুর রহমান, নাজারা বিভাগ এর শিক্ষক হাফেজ মাওলানা আবুল বাশার,মোঃ সামিউন সিনহা প্রমুখ।