জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর মুসলিম একাডেমির সাধারণ পাঠাগার আধুনিকায়তন করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুসলিম একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ডঃ তৈমুর আলম খন্দকার।
শুক্রবার (১০ মে) সকাল ১১ টায় মুসলিম একাডেমি মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা মুসলিম একাডেমির পরিচালক (পাঠাগার) আলহাজ্ব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমীর নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম খান, সহ-সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক ভূঁইয়া, সহ-সভাপতি মোস্তফা কামাল,সহ নির্বাহী পরিচালক খসরু নোমান,পরিচালক (অর্থ) হাজী মোহাম্মদ হোসেন শেখ, পরিচালক( দপ্তর ও প্রচার) মোহাম্মদ আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি)মোঃ মনির হোসেন খান, পরিচালক(ক্রীড়া) শাহ আলম ভুইয়া, পরিচালক (সমাজ কল্যাণ) শাহাবুদ্দিন আহাম্মদ খন্দকার, পরিচালক(ধর্ম) ডাক্তার মোঃ নুরুল হক, পরিচালক খাজা ইরফান আলী, রবিউল আলম খান রবু, নাজমুল কবির নাহিদ, মোহাম্মদ বজলুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের সম্পাদক ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লহ রাসেল, নারায়ণগঞ্জ মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ নাজমুল হাসান, বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, শিক্ষার্থী মাহমুদুল হাসান, আরাফাত রহমান,আশরাফুল ইসলাম, নাইম ইসলাম, সাদ ইবনে হাবিব, সোহেব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ডঃ এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ১৯৭৫ সালে মুসলিম একাডেমী প্রতিষ্ঠিত হওয়ার পর হতে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি পাঠাগার রয়েছে। এটাকে আধুনিকায়তন করার লক্ষ্যে আপনাদের মতামত নিলাম। যে প্রস্তাব দিয়েছেন সেগুলো মূল্যায়ন করা হবে। আশা করি অতি দ্রুত মুসলিম একাডেমির সাধারন পাঠাগার আধুনিকায়তন কাজ শুরু হবে।
শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যেন উক্ত পাঠাগার থেকে জ্ঞান অর্জন করতে পারে এজন্য যা যা করণীয় আমি সবই করবো।
আমি শুধু আপনাদের সু চিন্তিত মতামত কামনা করছি। যত অর্থ লাগে আমি দিবো।