জাগো নারায়ণগঞ্জ:
রবিবার ১২ মে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘোষিত এ এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফিয়া তাবাসসুস জারিন। জিপিএ ৫ পাওয়া জারিনের প্রাপ্ত নম্বর হচ্ছে ১১৩১।
জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রধান নির্বাহী এম.রফিকুল্লাহ রিপনের একমাত্র মেয়ে আফিয়া তাবাসসুম জারিন পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। মেয়ের এমন সফলতায় খুশি মাতা ফারজানা আক্তার রেশমা।
কৃতি শিক্ষার্থী আফিয়া তাবাসসুম জারিন ভবিষ্যতে ইংরেজীতে উচ্চতর শিক্ষা অর্জন শেষে দেশের স্বনামধন্য বিশ^বিদ্যালয়ে ইংরেজী প্রভাষক হিসেবে শিক্ষকতা করবে বলে জানান। এ জন্য দেশের সকল মানুষের কাছে দোয়া কামনা করেন জারিন।