জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের নরসিংপুরের চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী শ্যামল বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছে ব্যবসায়ী আব্দুর রহমান।
ঘটনাটি ঘটেছে রবিবার (১২ মে) বেলা পৌনে ২ ঘটিকার সময় নরসিংপুরস্থ নুরুর মার্কেটের সামনে।
মুমূর্ষ অবস্থায় আব্দুর রহমানকে তার স্বজনরা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ব্যবসায়ী আব্দুর রহমান জানান, তিনি দীর্ঘ ১১ বছর যাবত বক্তাবলী ঘাট সংলগ্ন এলাকায় চামড়ার ব্যবসা করে আসছেন। কিন্তু নরসিংপুরের গিয়াস উদ্দিন ডাকাতের পুত্র সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ শ্যামল তার নিকট দীর্ঘদিন ধরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
তিনি চাঁদা দিতে অস্বীকার করায় নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে যাবার সময় চাঁদাবাজ শ্যামল তার ৩/৪জন সহযোগী তাকে নরসিংপুর নুরুর মার্কেটের সামনে আটক করে বেধড়ক মারধর করে। এমনকি হত্যার উদ্দেশ্যে গলাচিপে ধরে। খবর পেয়ে তার স্বজনরা তাকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ব্যবসায়ী আব্দুর রহমান জানান, চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ শ্যামল এ নিয়ে কোন মামলার মোকাদ্দমা করা হলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। আব্দুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মোঃ শ্যামলের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,না ভাই এ ধরনের কোন ঘটনা আমার সাথে ঘটেনি। তবে পাওনা-দেনা সংক্রান্ত একটু ঝামেলা ছিলো তার সাথে আর সেই ঝামেলাও শেষ হয়ে গেছে অনেকদিন আগে। দেনা-পাওনার ঝামেলা শেষ হওয়ার পর তার সাথে আমার আর দেখা হয়নি।