রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।১৩ মে, সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল হুসনা,উপজেলা (অতিরিক্ত দায়িত্ব) খাদ্য নিয়ন্ত্রক শাহীনা আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সাইফুল ইসলাম, মিলার আবুল কালাম আজাদ প্রমুখ। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১৩ শ৭৫ মেট্রিক টন প্রতি কেজি ৩২টাকা ও চাল ৬ শ ৫৪ মেট্রিক টন প্রতি কেজি ৪৫ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। কৃষক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে কৃষকরা সরকারি গুদামে সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।