জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী বাড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কাইয়ুম বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হয়েছে আমানউল্লাহ। তাকে রক্ষা করতে এসে সন্ত্রাসীদের মারধরের শিকার আমানউল্লাহ এর স্ত্রী সহ স্বজনরাও।এ ব্যাপারে আমানউল্লাহ বাদী হয়ে রুপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তা তুলে ধরা হলোঃ
মোঃ আমান উল্লাহ (৪২), পিতা- মোঃ জমির আলী, মাতা-হাজেরা বেগম, সাং হাড়িয়া চৌধুরীপাড়া, (রব চেয়ারম্যানের বাড়ী), ইউপি, বৈদ্যের বাজার, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, অত্র থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ কাইয়ুম (৫২), পিতা-রাজ্জাক, ২। মোঃ টিপু (২৬), পিতা-কাইয়ুম, ৩। মোসাঃ নাজমা বেগম (৪৫), স্বামী মোঃ কাইয়ুম, ৪। মোঃ রাজিব (২৮), পিতা-মোঃ কাইয়ুম, সর্ব সাং হাড়িয়া চৌধুরীপাড়া, ইউপি-বৈদ্যের বাজার, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদীগন পরস্পর একদলভুক্ত, উচ্ছৃংখল, দাঙ্গাবাজ, পরধনলোভী ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের সাথে সম্পত্তি ও পারিবারিক বিষয় নিয়া শত্রুতা হয়। শত্রুতার জের ধরিয়া বিবাদীরা আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়া ভয়ভীতি সহ হুমকী দিয়া আসিতেছিল। পূর্ব শত্রুতার জের ধরিয়া ইং ১২/০৫/২০২৪ তারিখ বেলা আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা তাহাদের হাতে থাকা রামদা, চাপাতি, শাবল, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী জনতাবদ্ধে সোনারগাঁ থানাধীন হাড়িয়া চৌধুরীপাড়া সাকিনস্থ আমার বসত বাড়ীর সামনে রাস্তায় আমাকে পথরোধ করিয়া এলোপাথারীভাবে লাঠিসোঠা দিয়া পিটাইয়া আমার হাতে, পায়ে, পিঠে, মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১ নং বিবাদী উপস্থিত থাকিয়া হুকুম করিলে ২ নং বিবাদী তাহার হাতে থাকা লাঠি দিয়া আঘাত করিয়া আমার মাথায় ফাটা রক্তাক্ত জখম করে। আমার স্ত্রী মোসাঃ নাজমা বেগম ও হাজেরা বেগম আগাইয়া আসিয়া ঠেকাইলে বিবাদীরা তাহাদেরকেও মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমাদের ডাক চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন উক্ত স্থানে আমাদের শান্তিতে বসবাস করিতে দিবেনা এবং তাহারা যে কোন সময় সুযোগে আমার আর্থিক ভাবে অপুরনীয় ক্ষতি সাধন করিবে বলিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকী প্রদান করে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী।