থানায় অভিযোগ
জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রামনগরের চিহ্নিত ভূমিদস্যু, স্থানীয় আওয়ামীলীগ নেতা নাসির মাদবরের পুত্র সুলতান বাহিনীর বিরুদ্ধে নিরীহ কৃষক আব্দুল মতিনের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কৃষক আব্দুল বাতেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নি¤েœ অভিযোগ টি তুলে ধরা হলো
আমি মোঃ আব্দুল বাতেন পিতা- মৃত: চাঁন মিয়া, সাং-রামনগর, বক্তাবলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী ১। সুলতান পিতা- মোঃ নাসির, ২। আলী মিয়া, পিতা- ছামন মিয়া, ৩। মনির, পিতা-চাইন মিয়া, ৪। জসিম, পিতা- আউয়াল, সর্বসাং- রামনগর, বক্তাবলী, থানা- ফতুল্লা,জেলা- নারায়ণগঞ্জগণ সহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগণ একদল ভূমি দস্যু ও খারাপ প্রকৃতির লোক। বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ আমার নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ভোগ দখল করার বিভিন্ন চেষ্টা ও পায়তারা চালাইয়া আসিতেছে। আমি আমার সম্পত্তিতে গেলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ মারধর করিতে উদ্যত হইতো এবং প্রাণ নাশের হুমকি প্রদান করিত। উক্ত বিষয়ে বহুবার স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছি। তারই ধারাবাহিকতায় গত ইং-০৪/০৫/২০২৪ তারিখ রাত্র অনুমান ১২.০০ ঘটিকার সময় উক্ত ১ হইতে ৪নং বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আমার ও আমার পরিবারের লোকজনের অজ্ঞাতসারে আমার সম্পত্তির মাটি কাটিয়া সম্পত্তির চারিপাশে বাউন্ডারী দেয়। অতঃপর গত ইং- ১০/০৫/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় আমি উক্ত ১ হইতে ৪নং বিবাদীগণদেরকে আমার নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির সামনে পাইয়া আমার সম্পত্তির মাটি কাটার বিষয়ে এবং বাউন্ডারী দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করিলে উক্ত ১ হইতে ৪নং বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ মারধর করিতে উদ্যত হয়। একপর্যায়ে বিবাদীগণ আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি এই সম্পত্তি তোর বলিয়া দাবী করিস কিংবা আমাদের কোন কাজে বাধা নিষেধ করিস তাহা হইলে তোকে জীবনে শেষ করিয়া ফেলাইবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করে। উক্ত বিবাদীগণ এরূপকার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাদীগণ যেকোন সময় আমার সম্পত্তি জবর দখল করিতে পারে এবং আমার বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।
সম্পত্তির তফসিল চরবক্তাবলী মৌজাস্থিত যাহার সি.এস খতিয়ান- ১২৪৫, এস.এ খতিয়ান- ১২৩৭, আর.এস খতিয়ান- ৮৩২ এবং যাহার এস.এ দাগ নং- ৬১৯৬, আর.এস দাগ নং- ১০১৮৯ নং দাগের ১০ শতাংশ সম্পত্তি।
এর আগে সুলতান বাহিনী কানাইনগরে সাংবাদিক জামালউদ্দিন বারীর দোকান ও জমি রাতের আধারে দখল করে নেয়। থানায় মামলা দায়ের হলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি।
উল্লেখিত ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন আব্দুল মতিন।