জাগো নারায়ণগঞ্জ:
বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ৩ কোটি ৭৭ লক্ষ ৮৫ হাজার ৮শত পয়ত্রিশ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী উক্ত বাজেট ঘোষণা করেন।
বাজেটে যোগাযোগ খাতকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দেয়া হয়েছে।
রবিবার (১৯ মে) সকাল ১১ টায় বক্তাবলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষনা করেন।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা কালে উপস্থিত ছিলেন,ইউপি সচিব নাজমুল হক সরকার, ইউপি মেম্বার মোঃ আকিলউদ্দিন, ওমর ফারুক,রাসেল চৌধুরী, আলমগীর হোসেন, সেকান্দর আলী,আমজাদ হোসেন বাঁধন,আজিজুর রহমান,সংরক্ষিত মহিলা মেম্বার হাসনা বানু,নুপুর আক্তার,পিংকি বেগম,সহকারী নুর মোহাম্মদ টিটু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাজস্ব হিসাবের ৭০ লাখ ১৫ হাজার ৫০০টাকা এবং উন্নয়ন হিসাবের ৩ কোটি ৭ লাখ ৭০ হাজার ৩৩৫ টাকা সহ ২০২৪- ২০২৫ অর্থ বৎসরে সর্বমোট ৩,৭৭,৮৫,৮৩৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে এবং ব্যয়ের ক্ষেত্রে যোগাযোগ খাতে সবচেয়ে বেশী বাজেট রাখা হয়েছে।