এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
চলতি মৌসুমে শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীবরদী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন শেরপুর-৩ ( শ্রীবরদী – ঝিনিইগাতী ) আসনের সংসদ সদস্য এ,ডি,এম শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খাদ্য গুদাম কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় কৃষকরা। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলিত মৌসুমে উপজেলায় কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৯১৫ মেট্রিকটন ধান ও মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ৫ শত ৬৭ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।