ফতুল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন ২৪ মে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ভোট ৮৮৮, প্রাপ্ত ভোট ৬৩৭, বাতিল হয়েছে ৫টি।
শিক্ষক প্রতিনিধি মোট ভোট ১৮টি।
অভিভাবক সদস্য ৪ টি পদের জন্য ৬ জন, শিক্ষক প্রতিনিধি ২ টি পদের জন্য ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে, অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোঃ আবু বকর, প্রাপ্ত ভোট ৪৩৮, কাজী মোঃ মুসলিম প্রাপ্ত ভোট ৪১৪, মোঃ রুহুল আমিন প্রাপ্ত ভোট ৩৯০, মোঃ মোক্তার হোসেন প্রাপ্ত ভোট ৩০৪, শিক্ষক প্রতিনিধি পদে মোঃ মাহবুবুর রহমান কামাল প্রাপ্ত ভোট ১৪ ও মোঃ আসাদ উল্লাহ ১২ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব,
সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কাশেম, প্রধান শিক্ষক এ.কে.এম ইব্রাহীম, সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, দাতা সদস্য মোঃ বিল্লাল হোসেন, অভিভাবক সদস্য মোঃ শাহেদ আলী সহ সকল শিক্ষক মন্ডলী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জামাল উদ্দিন সবুজ, মোঃ আলী সরদার, আবদুল বাতেন বাদল, আওয়ামীলীগ নেতাহাজী মতিউর রহমান, হাজী আওলাদ হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ শরীয়ত উল্লাহ, আবুল কালাম আজাদ, মোঃ ফারুক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।