ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার রামারবাগ এলাকার লেডি সন্ত্রাসী পিয়াসা বেগম ও তার স্বামী বাবুল মিয়া আদালতের নির্দেশ মানছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের নির্দেশ পেয়ে নিজ জমিতে কাজ করতে গেলে পিয়াসা বেগম,তার স্বামী বাবুল মিয়া তিনতলা ভবন হতে ইটপাটকেল নিক্ষেপ করে কর্মরত লেবার দের উপর।এ ঘটনায় জমির মালিক রহিম বাদশা মঙ্গলবার (২৮ মে) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত কর্মকর্তা এএসআই শাহাজাদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লিখিত অভিযোগ টি তুলে ধরা হলোঃ
মোঃ রহিম বাদশা , পিতা- মৃত জমির আলী, সাং রামারবাগ, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। বিবাদী বাবুল মিয়া পিতা আবুল মিয়া, পিয়াসা বেগম, স্বামী বাবুল মিয়া, উভয় সাং- রামারবাগ, বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীদ্বয়ের সহিত আমার নিম্নে তফসিল বর্ণিত সম্পত্তি নিয়া দীর্ঘদিন যাবৎ ঝায় ঝামেলা চলিয়া আসিতেছে বিধায় আম উক্ত সম্পত্তির বিষয়ে মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে একটি পিটিশন মামলা নং ২৫৫/২০২৪ দায়ের করি। তারই পরিপ্রেক্ষিতে ২নং বিবাদীনি মোকাম। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে একটি পিটিশন মামলা নং- ২৫৮/২০২৪ দায়ের করে। আমার দায়েরকৃত মামলার রায় আমার পক্ষে আসে এবং ২নং বিবাদীনির মামলা নথিংজ্ঞাত করা হয়। আমি আমার দায়েরকৃত মামলার রায় মোতাবেক নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে কাজ করিতে গেলে উক্ত বিবাদীদ্বয় আমার নির্মাণ কাজে বাধা সৃষ্টি করতঃ আমাকে ও আমার মিস্ত্রিদেরকে বিভিন্ন প্রকার হয়- ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করিতে থাকে। উক্ত বিষয়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংসার করিয়াও ব্যর্থ হইয়াছি। তারই ধারাবাহিকতায় অদ্য ইং- ২৮/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ৯ ঘটিকার সময় আমি আমার নিন্ম তফসিল বর্ণিত সম্পত্তিতে নির্মাণ কাজ করিতে থাকাবস্থায় উক্ত ১ ও ২নং বিবাদীদ্বয় আমার সম্পত্তিতে আসিয়া আদালতের আদেশ অমান্য করিয়া আমার নির্মাণ কাজে ব্যাথা সৃষ্টি করতঃ আমার মিস্ত্রীদেরকে মারধর করিতে উদ্যত হয়। এমতাবস্থায় আমি বিবাদীদ্বয়কে বাধা নিষেধ করিলে উক্ত বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ বিভিন্ন প্রকার ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি এই সম্পত্তিতে কোন নির্মাণ কাজ করিস কিংবা এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিলে তোকে জীবনে শেষ করিয়া ফেলিবো। নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করে। উক্ত বিবাদীগন এরুপ কার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাদীগন যে কোন সময় আমার বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।
সম্পত্তির তফসিল:
জিলা নারায়ণগঞ্জ, থানা- ফতুল্লা, মৌজা- কুতুবপুর স্থিত। খতিয়ান নং- সি.এস ৯৪, এসএ ৬৬, আর এস- ১৬২ খতিয়ানভুক্ত। দাগ নাম্বার- সি.এস ও এস.এ- ৯৬, আর এস- ৪২৬, দাগের পুকুর বর্তমানে বাড়ী ২৭ শতাংশ হইতে ৩,৮৭ শতাংশ।
উল্লেখিত ঘটনা মর্মে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন রহিম বাদশা।