নিজস্ব প্রতিবেদক:দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় আজ মোট ৩ লক্ষ ৩১হাজার ৪৭৯জন শিশু গ্রহন করেছে ভিটামিন এ।
শনিবার (১ জুন)সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান উদ্বোধন করেন এ ক্যাম্পেইনটি ।
এবছর নারায়ণগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ব্যতিত ৫টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাসের ৪১,১৭৮ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৯০,৩০১ জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাবে। জেলার সিটি করপোরেশন ব্যতিত স্থায়ী ও অস্থায়ী ১,০৫৬টি টিকাদান কেন্দ্রে প্রতি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসময় সাংবাদিকদের নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ ‘এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে আজ জেলায় জাতীয় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত দিবসে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১লক্ষ আই,ইউ) ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লক্ষ আই,ইউ) খাওয়ানো হইবে । শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হইবে এবং শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইছে
এসময় উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মোঃলূৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, ইপি আই স্টোর কিপার এএসকে শওকত জামান সহ অনেকেই।