জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও লিবিয়া প্রবাসী আল আমিনকে অপরনের চেষ্টা চালিয়েছে একই এলাকার রফিকুল ইসলামের পুত্র শামসুল ইসলাম গং।
লিবিয়া থেকে মুঠোফোনে অপহরণের শিকার আল আমিন জাগো নারায়ণগঞ্জ ২৪ডটকমকে বলেন, ব্যবসায়ের পার্টনার করার কথা বলে লক্ষীনগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা লিবিয়া প্রবাসী শামসুল ইসলাম গং আমার নিকট থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে থাকে।পরে গোপনে দোকান বিক্রি করে লাপাত্তা হয়ে যায় সামসুল।এমনকি আমাকেও মাফিয়া চক্রের নিকট বিক্রি করে দেয়।গত ১২/১১/২০২৩ সালে সামসুল ইসলামের অপকর্মের ফিরিস্তি তুলে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে একটি পত্র দেন আল আমিন।যা জাগো নারায়ণগঞ্জ ২৪. কমের নিকট সংরক্ষিত আছে।
আল আমিন জানান,আমাকে সামসুল ইসলামের দোকানের পার্টনার করার কথা বলে ৩ লাখ ২০ হাজার টাকা নেয়। আমার টাকা ফেরত চাইলে চিহৃিত প্রতারক রফিকুল ইসলাম এর পুত্র সামসুল ইসলাম রবিবার ( ২ জুন) তারিখে রাত ৮ঃ০০ টায় আমাকে মিশ্রতা থেকে অপরনের চেষ্টা করে বেনগাজীর বেদায় নেওয়ার চেষ্টা করে।
আমি আমার কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে শামসুল আলম লিবিয়ার একটি মাফিয়া চক্রকে দিয়ে আমাকে অপহরনের চেষ্টা চালায়।আমার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মাফিয়া চক্র জোরপূর্বক আমাকে গাড়িতে তোলার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে টানা হেঁচড়া শুরু হয় এবং আমাকে বেদম মারধর করে।
আমার মালিক খবর পেয়ে আমাকে মাফিয়া চক্র হতে রক্ষা করেন। পরে আমার মালিক মাফিয়া চক্রের লোকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শামসুল ইসলাম উক্ত মাফিয়া চক্রকে টাকার বিনিময়ে চুক্তি করে আমাকে অপহরন করার জন্য বলে জানায়।
আল আমিন আরো জানান,এছাড়াও সামসুল ইসলাম নীল আকাশ নামে একটা ভূয়া ফেসবুক আইডি খুলে আমার নামে মিথ্যা অপপ্রচার চালায় এবং আমাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দিবে বলে ভুয়া ফেসবুক আইডিতে উল্লেখ করা হয়। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।