সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক মোশারফ
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজি নং: ১৮০৮/৭৫, ১৯৬২-৬৩) শ্রীবরদী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮জুন) দুপুরে বিথী টাওয়ার উপজেলা কালব অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাবেক সভাপতি ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চিথলিয়া সরকারি সাবেক প্রধান শিক্ষক ইয়াসমিন বিউটি, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা শিমু প্রমুখ। পরে শিক্ষকদের মতামতের ভিত্তিতে ঢনঢনিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হককে সভাপতি ও জংগলখিলা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।