জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আনন্দ বাজার ইউনিয়নের টেংগারচরে পাওনা টাকা ফেরত চাওয়ায় মাদক সেবী আজিজুল বাহিনীর মারধরে রক্তাক্ত জখম হয়েছে নজরুল ইসলাম।
মৃত চান মিয়ার পুত্র মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নজরুল ইসলাম উল্লেখ করেন, আমি একজন মুরগীর ব্যবসায়ী। ঢাকা শহরে ব্যবসা করি। বিবাদী আজিজুল পিতা- মৃত চাঁন মিয়া, সাং- সাং- টেঙ্গারচর, ইউপি-বৈদ্যেরবাজার, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, উপরোক্ত ১নং বিবাদী আমার সহোদর ভাই। তাহার সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলিতেছে। সে প্রায়ই আমাকে বা আমার পরিবারের লোকজনদের খুন/জখম করার হুমকি প্রদান করিতে থাকে, অশ্লীল ভাষায় গালাগালী করে, হত্যা সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। আমার প্রতি মারমুখী আচারণ করিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৭/০৬/২০২৪ তারিখে বসুনদরদী জামে মসজিদ হইতে জুম্মার নামাজ আদায় করে নিজ বাড়ীতে পৌছা মাত্র উপরোক্ত বিবাদী সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদীগন লোহার রড, এসএস পাইপ সহ দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে আমার বাড়ীতে অনাধিকারে প্রবেশ করিয়া অতর্কিত হামলা চালাইয়া আমাকে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। উপরোক্ত ১নং বিবাদী আজিজুল এর হাতে থাকা লোহার রড় দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আমি বাম হাত দিয়ে ঠেকাইলে বাড়িটি আমার বাম হাতে লাগিয়া হাড় ভাঙ্গা জখম হয়। আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীগন খুন/জখমের হুমকি দিয়া চলিয়া যায়। পরে আমার আত্বীয় স্বজনের সহায়তায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনারগাঁ, নারায়নগঞ্জ গিয়ে চিকিৎসা গ্রহন করি। উক্ত বিবাদী খবই খারাপ প্রকৃতির লোক। যেকোন সময় আমি বা আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতি করিতে পারে।
উল্লেখ্য এর আগেও গত এপ্রিল মাসে আজিজুলের বিরুদ্ধে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন নজরুল ইসলাম।