গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে গম আত্মস্যাতের অভিযোগের পর পালিয়ে গেছে দায়িত্বরত কর্মকর্তা ।এমন ঘটনায় নারায়ণগঞ্জের পাইকারী বাজারে তোলপাড়ের সৃষ্টি হয়েছে গম চোরচক্রের বিরুদ্ধে ।
অনেকেই বলেছেন, ‘নারায়ণগঞ্জে অতি সম্প্রতি মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত গম দুর্নীতির মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের নামে ক্রয় দেখিয়ে বাজারে অধিক মূল্যে বিক্রির অভিযোগ সহ একাধিক অভিযোগ উঠেছে। আর অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ।’
দুদক নারায়ণগঞ্জের গম সিন্ডিকেট ৫০০ কোটি টাকার এমন দূর্ণীতির অভিযোগের বিষয়ে তদন্ত করছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও ৬ জুন বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে দুর্নীতি নিয়ে গণশুনানী করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। সরকারী বিভিন্ন দপ্তরের ৫৫ টি অভিযোগ নিয়ে অভিযোগ উঠলেও নারায়ণগঞ্জের গম দূর্ণীতি নিয়ে কোন কথা উঠলেও খাদ্য নিয়ে দূর্ণীতির বিষয়ে কোন টু শব্দ উঠে নাই এই আসরে। এমন ঘটনার পর গাইবান্ধায় খাদ্য দূর্ণীতি ঘিরে অভিযোগ উত্থাপিত হওয়ায় নারায়ণগঞ্জের গম জসিম চক্রের ৫শ কোটি টাকার দূর্ণীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নগরীর নিতাইগঞ্জের পাইকারী বাজারে ।
নাম প্রকাশ না করার অনুরোধে নিতাইগঞ্জের কয়েকজন গম ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নারায়ণগঞ্জের গম চোর সিন্ডিকেট অনেক শক্তিশালী। গম জসিমের বিরুদ্ধে ৫শ কোটি টাকার দূর্ণীতি তো সামান্য বিষয়। নারায়ণগঞ্জ আঞ্চলিক সরকারী খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একেকজন কর্মকর্তা কি করেন তার হিসেব করলে গাইবান্ধার চাইতেও হাজার গুণ বেশী দূর্ণীতি বেড়িয়ে আসবে। একেকজন কর্মকর্তা কর্মচারী যেন সত্যিকার অর্থেই আঙ্গুল ফুলে করাগাছ বনে গেছেন । আর দায়িত্বরত কর্মকর্তারা সাবেক পুলিশ প্রধান বেনজিরের চাইতেও আরো দ্রুত গতিতে দেশ ছেড়ে পালিয়ে যাবে। বেনজিরকে তো খুজে পাওয়ার সম্ভাবনা আছে, আর খাদ্য বিভাগে দুদক স্বচ্ছ তদন্ত করলে নারায়ণগঞ্জের অনেকের অস্তিত্ব থাকবে না।’
জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি খাদ্যগুদাম (এলএসডি) থেকে প্রায় দুইশ মেট্রিক টন চাল, ৫৮ মে. টন গম আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দিকির বিরুদ্ধে। এদিকে চাল ও গম আত্মসাতের ঘটনা জানাজানি হলে গা ঢাকা দিয়েছেন ওই কর্মকর্তা।
যদিও কর্তৃপক্ষ বলছে তাকে বদলির পাশাপাশি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খাদ্যগুদাম সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের আদেশে পলাশবাড়ী খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দিকির নানা অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হওয়ায় কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করে। তবে তিনি বদলির আদেশ পাওয়ার আগেই গুদাম থেকে প্রায় আড়াইশ মে. টন চাল ও গম গায়েব করেন। পরে অবস্থা বেগতিক দেখে পরবর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর না করেই গা ঢাকা দিয়েছেন।
নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, দু-একজন অসৎ ব্যাবসায়ী ও কতিপয় শ্রমিক রাতের অন্ধকারে এসব চাল ও গম পাচার করেছেন। গায়েব হওয়া খাদ্যের মধ্যে প্রায় দুইশ মে. টন চাল ৫৮ মে. টন রয়েছে।
এদিকে মিল ও চাতাল মালিকরা জানান, প্রায় তিনশ মে. টন চাল তারা গুদামে দিয়েছে কিন্তু বিল পরিশোধ না করেই গা ঢাকা দিয়েছে ওই কর্মকর্তা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক বলেন, কর্মকর্তার বদলি হলেও তিনি দায়িত্ব হস্তান্তর না করে গা ঢাকা দিয়েছেন। এর বেশি কিছু জানতে চাইলে তিনি তদন্ত কমিটির কাছে যাওয়ার পরামর্শ দেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, চাল ও গমে কিছু ঘাটতি হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কিছু খাদ্য কম পাওয়া যায়। গুদাম কর্মকর্তা অন্যত্র বদলি হয়েছে এবং নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কী পরিমাণ চাল ও গম গায়েব হয়েছে সে বিষয়টি এড়িয়ে যান তিনি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে দুদকে জানানো হয়েছে। দুদক তদন্ত করে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেবে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান জাগো নিউজকে বলেন, খাদ্যগুদাম কর্মকর্তার বদলি জেনেছি। তবে দায়িত্ব হস্তান্তর করেছেন কিনা সেটা জানা নেই। তদন্ত কমিটি গঠন ও মামলা বিষয়টিও নিশ্চিত নই। এছাড়া কী পরিমাণ মালামাল আত্মসাৎ করা হয়েছে সে বিষয়েও কিছু জানি না।
তবে নারায়ণগঞ্জ দুদক সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন। ইতিমধ্যে তা আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। দুদক সূত্র জানায়, মেসার্স জসিম ট্রেডার্স ও মেসার্স জিয়া ট্রেডার্সের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। ব্যাংক হিসাব লেনদেনসহ সকল অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। শীগ্রই দুদক কার্যালয়ে তলব করা হবে।