দিল্লির নজর মংলা বন্দরে – নয়া দিগন্তের এই খবরটিতে বলা হচ্ছে কৌশলগতভাবে অবস্থিত বন্দর চালানোর জন্য চীনের প্রচেষ্টার মধ্যে ভারত বাংলাদেশে মংলা বন্দর পরিচালনা এবং সেখানে একটি নতুন টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে।
ইরানের চাবাহার বন্দর ও মিয়ানমারের সিতওয়ে বন্দরের অপারেশনাল অধিকার ইতোমধ্যেই ভারতের রয়েছে। এটি পেলে তা হবে ভারতের প্রতিবেশী এলাকায় তৃতীয় বিদেশী বন্দর পরিচালনার অধিকার। ইকোনমিক টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এই রিপোর্ট প্রকাশ করেছে।
ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সফল হলে নয়াদিল্লি ভারতের নিকটবর্তী এলাকায় চীনের ক্রমবর্ধমান কৌশলগত উপস্থিতির প্রতি ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। সে সাথে ভারত মহাসাগর অঞ্চলের পশ্চিম ও পূর্ব উভয় অংশে বন্দর পরিচালনার নেট নিরাপত্তা সুবিধা পাবে দিল্লি। বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশ অংশীদারিত্বের ক্ষেত্রেও এটি একটি মাইলফলক হতে পারে।
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী – কালের কন্ঠের খবরটিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গতকাল সকাল ১১টা ৫১ মিনিটে (স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।
প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্রসচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান।
নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা আজ রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশ ভোজে যোগ দেবেন। সোমবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) তাঁর ঢাকা পৌঁছনোর কথা রয়েছে।
পুলিশের গুলিতে পুলিশ নিহত – বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম এটি। বলা হয় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। গত রাত ঠিক ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, ওই সময় নিহত কনস্টেবল মনিরুল ও কাউসার আহমেদ ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত ছিলেন। হঠাৎ করে তারা দুজন নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কনস্টেবল কাউসার নিজের সঙ্গে থাকা রাইফেল দিয়ে গুলি করেন মনিরুলকে।
গুলির শব্দে ডিপ্লোমেটিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই পড়ে থাকে মনিরুলের লাশ। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কনস্টেবলকে নিরস্ত্র করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
NTMC closes access of RAB-6, ATU for selling personal data – নিউ এজের শিরোনাম এটি। দ্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি তাদের প্ল্যাটফর্মে বাংলাদেশ পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) – ৬ এর প্রবেশ বন্ধ করে দিয়েছে।
তাদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১৫ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য, যার মধ্যে আছে জাতীয় পরিচয় পত্র, কল রেকর্ডিং, সিম কার্ডের বিস্তারিত এসব অপরিচিত মানুষদের কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ করেছে এনটিএমসি।
এই দুই নিরাপত্তা সংস্থাকে এখন এসব তথ্য সংগ্রহ করতে হবে তাদের হেডকোয়ার্টার বা মোবাইল অপারেটরদের কাছ থেকে। এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন, “এই দুই এজেন্সি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, নির্ধারিত ব্যক্তি ছাড়া এখন আর অন্য কেউ আমাদের সার্ভারে ঢুকতে পারবে না।”
অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের গোস্বা – দেশ রুপান্তর প্রধান শিরোনাম করেছে এমনটি। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ড. এ কে আবদুল মোমেনের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে পত্রিকাটি।
সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটছে। যুক্তরাষ্ট্র আমাদের কিছু চুক্তি স্বাক্ষর করতে বলেছিল। আমরা সেগুলো করিনি। একাধিক চুক্তি আছে। এসব চুক্তির অন্যতম হলো ‘জিসোমিয়া’।
এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে হবে। দেশটির এই চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি অস্ত্র কিনে কী করব? আমি তো কারও সঙ্গে যুদ্ধ করব না’। সেই যে শুরু, এরপর নির্বাচনের আগে একটু সুযোগ পেয়েছে, একটু ধাক্কা দিয়েছে।
আগামী তিন বছরে সরকারের ঋণ স্থিতি ২৭ লাখ কোটি টাকা ছাড়াবে-বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
পত্রিকাটি লিখেছে বাজেটের আকার বাড়ছে। সে তুলনায় বাড়ছে না রাজস্ব আহরণ। ঘাটতি পূরণে ঋণনির্ভরতা বাড়ছে সরকারের। ২০২৪-২৫ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রণীত মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে তুলে ধরা এক প্রক্ষেপণে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী তিন অর্থবছরে সরকারের ঋণ বাড়বে ৯ লাখ ৯ হাজার কোটি টাকার বেশি (চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত স্থিতির তুলনায়)।
এতে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ঋণ স্থিতি ২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সরকারি ঋণের এ চিত্রকে উদ্বেগজনক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ – হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার নিয়ে যুগান্তরের বিশেষ রিপোর্টের শিরোনাম এটি। দেশ থেকে অর্থ পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত অর্থবছরের (২০২২-২৩) তুলনায় চলতি বছরে (২০২৩-২৪) পাচারের ঘটনা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ।
মূলত ব্যাংক লেনদেন, হুন্ডি ও মোবাইল ব্যাংক এবং গেমিং বোটিংয়ের মাধ্যমেই এসব ঘটনা ঘটছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের সন্দেহে প্রায় সাড়ে ৫শ ব্যাংক হিসাব শনাক্ত করা হয়। এর আগের অর্থবছরে ২৮৫টি ঘটনার তথ্য বিনিময় হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য।
Gopalganj admin takes over Benazir’s 621-bigha Savanna Resort – দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম এটি। বিস্তারিত বলা হয় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর রহমান ও তার পরিবারের মালিকানাধীন সাভান্না ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসক। শুক্রবার রিসোর্টটির প্রধান ফটকের সামনে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেয় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন।
লেগুনা থেকে বেপরোয়া তোলাবাজি – শিরোনামটি মানবজমিনের। খবরে বলা হচ্ছে যানজটের হাত থেকে নগরবাসীকে মুক্তি দিতে আগারগাঁওস্থ বাংলাদেশ বেতার ও রাজস্ব ভবনের পাশ দিয়ে শহীদ শাহাবুদ্দিন রোড থেকে শুরু করে কামাল সরণি হয়ে মিরপুর-২ নম্বর পর্যন্ত তৈরি করা হয় ৬০ ফিট সড়ক। রোডটিতে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা লেগুনা। আর এই লেগুনা থেকে লাইন খরচের নামে বছরে প্রায় সাড়ে ৫ কোটি টাকা চাঁদা আদায় করে স্থানীয় একটি চক্র।
তিন ধাপে এই টাকা তোলা হয়। মিরপুরের মাথায় ৫শ’, মাঝে পাবনা গলি এলাকায় ১শ’ আর বেতারের মোড়ে ৫০। আর এই টাকা না দিয়ে কেউ রাস্তায় গাড়ি নামাতে পারবে না। ফার্মগেট এলাকার দেলোয়ার হোসেন চুন্নু মিয়ার হয়ে লাইনম্যানরা এই চাঁদার টাকা ওঠায়। অপ্রাপ্ত বয়সী এসব চালককে কখনো পুলিশ ধরে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চাঁদার টাকা থানা থেকে নেতা সবার পকেটেই যায়। তাই গাড়ির সামনে লাগানো স্টিকার দেখে কেউ গাড়ি আটকায় না।
মিঠাপানি মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় – প্রথম আলোর শিরোনাম। মাছে-ভাতে বাঙালির জন্য এল একটি সুখবর। মিঠাপানির মাছ আহরণে বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগেরবার দ্বিতীয় অবস্থানে থাকা চীন এবার তৃতীয় স্থানে নেমে গেছে। এই তালিকায় সবার ওপরে ভারত।
গতকাল শনিবার জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) প্রকাশ করা বিশ্বের মৎস্যসম্পদবিষয়ক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার-২০২৪’–এ এই তথ্যগুলো উঠে এসেছে। প্রতিবেদনে ২০২২ সালের তথ্য ব্যবহার করা হয়েছে। প্রতি দুই বছর পরপর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।