নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গত বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সালেহা নূর,উপজেলা আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবাইয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোঃ মহসিন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা ওসমান গনি,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,নারায়নগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও থানা কৃষকলীগের আহবায়ক করিম আহমেদ সহ সকল স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শিক্ষক শিক্ষিকা এবং কৃতি শিক্ষার্থীরা।