জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পুর্ব গোপালনগর এলাকার জনসাধানের নিরাপদ পানির জন্য বরাদ্দকৃত নলকূপ স্থাপনের জন্য এলাকার জনৈক ফকির চানের সর্বমোট জমি সাত দশমিক ষাট শতাংশ হইতে ৩ শতাংশ জমিতে গভীর নলকূপ স্থাপনের অনুমোদন দেওয়া হয়। কিন্তু কিছু কুচক্রীমহল জন-সাধারণের স্বার্থের ব্যতিরেকে নিজেদের বক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে বর্ণিত অনুমোদিত স্থান ব্যতিত জোর পূর্বক পাশে থাকা মো.মিজানের জমি স্থাপনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পুর্ব গোপালনগর এলাকার মো.আইন শরীফের ছেলে মো.মিজান জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মো.আইন শরীফের ছেলে মো.মিজান জানান,মালিকানাধীন চরবক্তাবলী মৌজাস্থিত সিএস- ১১৯৪, এসএ-১৩৭৫, আরএস ১৬০২নং খতিয়ান ভুক্ত সিএস-১৭৪৩, এসএ- ১৮০৪, আরএস- ২৬০৫নং দাগে এক্সিম ব্যাংক, মুক্তারপুর শাখা, মুন্সিগঞ্জ এর নিকট দায়বদ্ধ ১০ শতাংশ ভূমিতে স্থাপন করার চেষ্টা করিতেছে। এমতাবস্থায় বরাদ্দকৃত নলকূপটি অনুমোদিত স্থানে স্থাপন করিলে আমাদের কোন আপত্তি নাই। অথচ অনুমোদিত স্থানের তফসিল পরিচয় সিএস- ১১৯৪, এসএ-১৮৫৯, আরএস- ২৯১নং খতিয়ান ভুক্ত সিএস- ১৭৪৩, এএ- ১৮০৪, আরএস ২৬০৪নং দাগে ৭.৬০ শতাংশ হইতে ৩ শতাংশ ভূমি। যাহা নলকূপ স্থাপনের জন্য অনুমোদন হয়েছিল।