জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগরে অবৈধভাবে গরুর হাট বসিয়েছে নুর ইসলাম ও দ্বীন ইসলাম নামে দুই সহোদর।
অথচ এলাকায় প্রচার করেছে বিভিন্ন ব্যাপারীরা গরু এনে এখানে রাখে কিন্তু এখান থেকে প্রতিদিন অর্ধশতাধিকের বেশী গরু বিক্রি করে নুরুল ইসলাম ও দীন ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এই গরুর হাট বসানো হয়েছে এলাকায় অপপ্রচার করছে।
জানা যায়, এখানে গরু রেখে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করা হয় যাহা মিথ্যা কথা। অপরদিকে দ্বীন ইসলাম সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও মাধ্যমে উক্ত গরুর হাটে গরু বিক্রির প্রচারণা চালাচ্ছে। যা প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।
এলাকাবাসী জানান, নুরুল ইসলাম ও দ্বীন ইসলাম অত্যন্ত দুরন্ধর প্রকৃতির লোক। তারা টাকার বিনিময়ে সকলকে ম্যানেজ করে প্রতিবছর এখানে গরুর হাট বসিয়ৈ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এজন্য তারা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী নাম ব্যবহার করে থাকায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার উক্ত হাট হতে প্রায় ৫০/৬০ টি গরু বিক্রি করা হয়েছে।
আগামীকাল শুক্রবার সবচেয়ে বেশি গরুর বিক্রির টার্গেট নিয়ে প্রচারণা চালিয়েছে। অবিলম্বে এই অবৈধ ভাবে স্থাপিত গরুর হাট বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা.বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, আমরা সেখানে ( প্রসন্ননগরে হাট দেইনি)। এটা অবৈধ হাট এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করো।
সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭৫৪৯২৭৬০৭ ) জানতে চাইলে তিনি বলেন,আপনি ইউএনও অফিসের নাম্বারে ফোন করেন বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।