জাগো নারায়ণগঞ্জ:
এলাকায় প্রভাব বিস্তার এর উদ্দেশ্যে আমার ও আমার পরিবারের সদস্যদের সহিত শত্রুতা স্থাপন করতঃ মো.জীবন নামে এক যুবককে উপর অতর্কিত হামলা হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে বিসিক শাসঁনগাও এলাকার সোলেমানগংদের বিরুদ্ধে। এ ঘটনায় একই এলাকার মো.খোরশেদ মিয়ার ছেলে মো.ইমন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সোলেমানগংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীগণ আমাদের ক্ষতি সাধন করিবার পায়তারা করিয়া আসিতেছে।এরই ধারাবাহিকতায় গত ইং ১২/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ৮.৩০ ঘটিকার সময় উল্লেখিত ১নং বিবাদী সোলেমান দেওয়ান আমার ছোট ভাই মোঃ জীবন (১৯) কে শাসনগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ফাকা রাস্তায় একা পাইয়া অতর্কিত ভাবে আক্রমন করে সুরুজ দেওয়ানের ছেলে সোলেমান দেওয়ান,আরমান দেওয়ান,সাদ্দাম দেওয়ান,সোলেমান দেওয়ানের ছেলে রাতুল দেওয়ান,নুরা খানের ছেলে সোহাগসহ অজ্ঞাতনামা আরও ৭/৮জন। এসময় ১নং বিবাদী আমার ভাইকে এলো পাথারি মারপিট করিয়া আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এক পর্যায়ে আমার মেজ ভাই মোঃ সুমন (২৫) ঘটনাস্থলের পাশ দিয়া যাওয়ার কালে আমার ছোট ভাইকে ১নং বিবাদীর কর্র্তৃক মারধর করিতে দেখিয়া আগাইয়া গেলে ১নং বিবাদী আমার মেজ ভাইকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে। এক পর্যায়ে ১নং বিবাদী ফোন করিয়া তাহার অন্যান্য সহযোগীদের ডাকিয়া আনিলে বিবাদীগণ পরস্পর যোগসাজস করিয়া আমার দুই ভাইকেই এলোপাথারি মারপিট শুরু করে।
এসময় আমার ভাইদ্বয় (মোঃ জীবন, মোঃ সুমন) ডাক চিৎকার করিয়া আশে পাশের লোকজন জড়ো করিলে আমার বড় ভাই মোঃ ইকবাল (২৮) সহ স্থানীয় লোকজন আগাইয়া যাইয়া আমার আহত ভাইদের বিবাদীদের হাত হইতে উদ্ধার করিবার চেষ্টা করিলে ১নং বিবাদীর নির্দেশে ৩নং বিবাদী সাদ্দাম দেওয়ান ও ৪নং বিবাদী রাতুল দেওয়ান অজ্ঞাত নামা ৪/৫ জন বিবাদীর সহযোগীতায় আমার মেঝ ভাই মোঃ সুমনকে জোর পূর্বক টানা হিচড়া করিয়া অটো রিক্সায় তুলিয়া নিলে আমার অন্যান্য ভাইয়েরা সহ আমার ভাইয়ের সহকর্মী জাহিদুল (২৪), পিতা-জালাল শরীফ, অটো রিক্সার পিছু নিয়া বিবাদীদের পিছু পিছু গেলে বিবাদীগণ আমার তিন ভাই সহ আমার মেজ ভাইয়ের সহকর্মী জাহিদুলকে মুসলিমনগর ব্রিজের পিছন দিকে ১নং বিবাদীর নিজস্ব দোকানের ভিতরে আটকাইয়া রাখে। অতঃপর উল্লেখিত বিবাদীগণ সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮জনের সংঘবব্দ চক্রটি আমার ভাইদেরকে ও জাহিদুলকে কাঠের ডাসা, হকিষ্টিক, এস এস পাইপ, রড, গাছের মোটা ডালা দিয়া পর্যায়ক্রমে বেশ কয়েক ঘন্টা যাবৎ এলো পাথারি পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এসময় আমার ভাইয়ের সহকর্মীর চোখেও ব্যাপক আঘাত প্রাপ্ত হয়। একপর্যায়ে ৩নং বিবাদী সাদ্দাম দেওয়ান আমার বড় ভাই মোঃ ইকবালকে হত্যার উদ্দেশ্যে তাহার মাথা বরাবর লোহা কাঠের ডাসা দিয়া সযোরে বাড়ি মারিলে বিবাদীর করা আঘাতটি আমার ভাইয়ের মাথার ডানদিকের তালুতে লাগিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে শুধু তাতেই ক্ষান্ত না হইয়া আমার বেচে থাকলেও যাতে সুস্থভাবে চলাফেরা করিতে না পারে সেই উদ্দেশ্যে বিবাদী আমার ভাইকে পঙ্গু করিয়া দেওয়ার জন্য লোহা কাঠের ডাসা দিয়া ডান পায়ে বাড়ি মারিলে পায়ে হাড় ফাটা নীলা ফুলা জখম হয়, এতে আমার বড় ভাই অচেতন হইয়া পরিলে বিবাদী আমার ভাইয়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন যাহার বর্তমান বাজার মূল্য-৫৪ হাজার) টাকা ছিনাইয়া নেয়। এক পর্যায়ে আমার ছোট ভাই জীবন বিবাদীদেরকে অমানবিক নির্যাতন বন্ধ করিতে বলায় ২নং বিবাদী আরমান দেওয়ান আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে তাহার গলা চাপিয়া ধরে এসময় আমার ছোট ভাই ধস্তাধস্তি করিয়া প্রাণ বাচানোর চেষ্টা করায় বিবাদী আরমান দেওয়ান আরো অধিক ক্ষিপ্ত হইয়া রড দিয়া আমার ছোট ভাই জীবনের মাথার দুই দিকেই এলোপাথারি বাড়ি মারিয়া মাথার দুই দিকেই গুরুতর থেতলানো ফাটা রক্তাক্ত জখম করে এবং দুই পায়ে রড দিয়া আঘাত করিয়া নীলাফুলা জখম করে এতে করিয়া আমার ছোট ভাইও অচেতন হইয়া পরিলে সুযোগ পাইয়া বিবাদী আমার ভাইয়ের পকেটে থাকা নগদ ৮,৩২০ টাকা ছিনাইয়া নেয়।
বিবাদীদের পাশবিক নির্যাতন অন্যান্যদের উপর চলমান থাকাবস্থায় আমি বিষয়টি নিয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করার পর স্থানীয় লোকজন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ যাইয়া বিবাদীদের হাত হইতে মুমুর্ষ ও গুরুতর আহত অবস্থায় আমার ভাইদেরকে ও আমার ভাইয়ের সহকর্মী জাহিদুলকে উদ্ধার করিয়া ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুরের জরুরী বিভাগে ভর্তি করা হইলে সেথায় চিকিৎসা গ্রহণ করার পর আমার ভাইদের চেতনা ফিরিয়া আসিলে আমার ভাইয়েরা ঘটনার ব্যাপারে আমাকে অবগত করার পর বিষয়টি নিয়া পারিবারিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অত্র অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।