বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা লালপুর পৌষার পুকুরপাড়ের পানি বন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একরামুল কবির মামুনের সার্বিক ব্যবস্থাপনায় ১৪ জুন শনিবার সকালে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার হুমায়ন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফতুল্লা থানা জিয়া পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ ওবায়েদ উল্লাহ, নারায়ণগঞ্জ বারের সাবেক সহ-সভাপতি এড. সৈয়দ মশিউর রহমান শাহিন, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সেলিম জাবেদ, চারদলীয় জোট নেতা রেজাউল করিম চৌধুরী উজ্জল, বিএনপি নেতা শাহ আলম, মোসলেউদ্দীন মুসা, মোঃ বাচ্চু ফকির, রমজান আলী খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন।