এজেএম আহছানোজ্জামান ফিরোজ শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদ আকন্দ (৪৫) নামে এক স্কুল শিক্ষকের গলায় ফাঁসি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ের গবরীকুড়া গ্রামে নিজ গোয়াল ঘরে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, নিহত শিক্ষক মাসুদ আকন্দ ঘটনার রাতে গভীর রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেছেন। খেলা দেখার পর সে ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে শেষ রাতে কোন এক সময় সে নিজ গোয়াল ঘরের ধরনার সাথে রশি দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে তার স্ত্রী গোয়াল ঘর থেকে গরু বের করতেে গিয়ে দেখে তার স্বামী গলায় ফাঁসি অবস্থায় ধরনার সাথে ঝুলছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির আশ পাশের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ জানান, রাতে আমরা একসাথে টিভিতে খেলা দেখেছি। পরে সে চলে যায়। সে যে এমন কাজ করবে সেটা কল্পনার বাইরে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।