এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।