জাগো নারায়ণগঞ্জ:
এম আর সাংস্কৃতিক একাডেমির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কমল রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৭ টায় আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে দৈনিক যোদ্ধা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ সুমনের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক সফর আলী, উদ্বোধন করেন সেতু ইউনানী ঔষধালয়ের চেয়ারম্যান হাকিম খন্দকার মাসুদ রানা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আলমগীর আজিজ ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনি আলম, হেমায়েত উদ্দিন চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির, দৈনিক অপরাধ দমন পত্রিকার ক্রাইম রিপোর্টার কমল রায়, জাহাঙ্গীর রনি, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় কমল রায় কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক কমল রায় বলেন, এ সম্মান আমাকে আমার দায়িত্ব পালনে আরো দায়িত্বশীল করে তুলবে। আমাকে সম্মাননায় ভূষিত করায় এম আর সাংস্কৃতিক একাডেমীর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।