মৃত শিশুর পরিবার ও পুলিশ জানান, আজ সকালে রুমান বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল।
এ সময় সবার অজান্তে উঠানের পাশে পুকুরের পড়ে যায়। পরে দুপুরের দিকে বাড়ির লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।