ষ্টাফ রিপোর্টার:
কুতুবপুর ইউনিয়ন জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুতুবপুর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন জাসাসের কমিটি গঠনের, দোয়া ও আলোচনা সভা কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলহাজ্ব গোলাম কাদিরের সভাপতিত্বে ও ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা জাসাসের সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার, জেলার সাংগঠনিক সম্পাদক এস এম সুমন, ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক এম এ হালিম মুছা, রুপগঞ্জ থানার সহ সাধারন সম্পাদক আলাউদ্দীন,আরো উপস্থিত ছিলেন জাসাস নেতা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক রাজা, বিএনপি নেতা সাইফুল ইসলাম, শাহজামাল খান, লিয়াকত মাষ্টার, মোঃ সারোয়ার, মোঃ সোহাগ, হাবিবুর রহমান, মোঃ বাচ্চু মিয়া, শাহ জাহান মিয়া।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান দেশে চরম ক্রান্তিকাল চলছে, ভোট বিহীন অবৈধ সরকারের অত্যাচারে দেশের মানুষ আজ দিশেহারা, বড় বড় দুর্নীতিবাজরা সরকারের পৃষ্ঠপোষকতায় লুটপাট করছে। দেশের টাকা বিদেশে পাচার করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে, আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই এখনো সময় আছে পদত্যাগ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। তা না হলে পালানোর খুঁজে পাবেন না। পরে আলহাজ্ব গোলাম কাদিরকে সভাপতি, ডি এম লিটনকে সাধারণ সম্পাদক ও খন্দকার রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়ন জাসাসের কমিটি ঘোষণা করা হয়েছে।