ষ্টাফ রিপোর্টার:
৪৭ বছরে পা রাখলো ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১.২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মো.মেহেদী হাসান শাহীন।
১৯৭৮ সালে এ দিনে প্রয়াত শেখ আবুল হোসেন ও মোসা.সালেহা বেগম দম্পত্তির সংসারে এ যুবলীগে নেতা জন্ম হয়। দুই ভাই ও তিন বোনের মধ্যে শেখ মেহেদী হাসান শাহীন ৪র্থ সন্তান। শাহীনের ৪৭তম জন্মদিন উপলক্ষে তার পরিবার ও বন্ধুবান্ধব সবাই’র শুভেচ্ছায় মুগ্ধ শাহীন।
সকলকে জন্মদিনের এক শুভেচ্ছা বার্তায় ফতুল্লা ইউনিয়ন ১.২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মো.মেহেদী হাসান শাহীন বলেন,জীবন থেকে আরও একটি বসন্ত চলে গেল। বিগত দিনের ন্যায় আগামী দিনগুলোতেও যেন মহান আল্লাহপাক রাব্বুল আলামিন সকলের সাথে মিলেমিশে দিনগুলো কাটাতে পারি এবং জনকল্যানে নিজেকে সোপর্দ করিতে পারি। সেই সাথে আল্লাহ’র দেয়া বিধানগুলো মেনেই আগামীর দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি।