সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে তাঁরা প্লাস্টিক ড্রাম, ফলের কার্টন, রিকশা ভ্যান দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। এতে আঞ্চলিক মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ আছে।
আজ বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এদিকে শহরের চাষাঢ়া এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন। তাঁরা দুপুর পৌনে ১২টার দিকে চাষাঢ়া মোড়ে সড়ক অবরোধ করে বসে পড়েন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাঁরা কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিতে নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবি জানান তাঁরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ আছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।