বিশেষ প্রতিনিধি:
দুই বছরের শিশু এখনো জানে না তার বাবাকে পুলিশ কেন হাতে হাতকড়া পুরিয়ে কেন নিয়ে যাচ্ছে।বাবাকে দেখার পর খুঁজছে আর ডাকছে।এ চিত্র আজ আদালতপাড়ায় দেখা যায়।
৩১ জুলাই বুধবার দুপুরে আদালত থেকে কারাগারের প্রিজন ভ্যানে আসামীদের নেবার সময় দেখা যায় এ চিত্র।
গত ৫ দিন আগে ভূইঘর থেকে মিজানুর রহমান মুন্সিকে গ্রেফতার করে ডিবি।আজ আদালতে প্রেরণ করা হয়েছে।এখনো জানে না পরিবার কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পূর্বেও নেই কোন মামলার রেকর্ড। তবে পুলিশের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মিজানুর রহমানের চাচাতো ভাইয়ের সাথে কথা বললে জানা যায়,কোন অভিযোগ ছাড়াই হঠাৎ ডিবি পুলিশ গত পাঁচ দিন আগে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।এ কয়দিন একবার থানা একবার ডিবি কার্যালয় করতে করতে তাদের সময় গেছে।কি কারনে গ্রেফতার করা হয়েছে সেটাও জানে না।কোটা সংস্কার পরবর্তী সহিংসতায় নেই মিজানুর এর কোন সংযোগ। খুব সাধারণ একজন মানুষ সে।
মিজানুর রহমানের স্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,আপনেরা দেখতেই পাচ্ছেন আমার দুধের বাচ্চাটা তার বাবাকে খুঁজছে।বাবার জন্য বারবার কান্না করছে।একটু পর পরই বাবাকে খুঁজতাছে আর কান্না করতাছে।সে এখনো জানে না তার বাবাকে পুলিশ গ্রেফতার করছে।আমরা তো কিছু করি নাই তাহলে কেন আমার ছোট বাচ্চাটা তার বাবাকে দেখতে পাচ্ছে না।কেন অবুঝ বাচ্চাটা কান্না করছে তার বাবার জন্য কি দোষ আমাদের? আমরা এই দেশের নাগরিক তাই!
তিনি আরো জানান,৫ দিন আগে আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসে।এই কয়দিন কোর্টে পাঠায় নাই। আজ পাঠাইছে।কি মামলায় বা কি কারনে গ্রেফতার করছে আমরা নিনেরাও জানি না।এখন পর্যন্ত জানি আমার স্বামীকে কি জন্য গ্রেফতার করা হয়েছে।আজকে কোর্টে তুলছে এখনো আইনজীবী ধরা হয়নি।এখন যাবো আইনজীবির কাছে।