নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা এক নিরীহ রিকশাওয়ালাকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় মঙ্গলবার রাতে আহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত ব্যক্তির নাম মনসুর আলী, তিনি উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার স্থানীয় বাসিন্দা, তিনি পেশায় একজন রিকশা চালাক।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের সাদত আলী ও শরফত আলী ও তাদের ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা ও অনৈতিক কর্মকান্ড করে আসছেন। ওই গ্রামের রিকশা চালাক মনসুর আলী তার যুবতী মেয়ে থাকায় তাঁদের মাদক ও নারী ব্যবসায় বেশ কয়েকবার বাধা দেন। এরই পরিপেক্ষিতে গত শনিবার বেলা ১১টার দিকে মনসুর কাজে যাওয়ার সময় পূর্ব হতে ওপেতে থাকা সাদত আলী,শরফত আলীর নেতৃত্বে মাদক কারবারি রোমান,দেলোয়ার,শান্ত , সাগর,সাইফুল শাহালম,শাওন ও ইমনসহ ৮-১০ জনের একদল রামদা, চাপাতি, লোহার রড দিয়ে মনসুরকে আলীকে সাদত আলীর বাড়ীর ভিতর নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় মনসুর আলীর পায়ে এলোপাতাড়ি কুপিয়ে পা বিচ্ছিন্ন করার চেষ্টা করে, পরে তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নারী ব্যবসা করে আসছেন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলে না। কেউ মুখ খুললেই তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।